রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এমপি শাওন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না
তজুমদ্দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এমপি শাওন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না
শরীফ আল-আমীন/ মোঃ ছানাউল্যাহ ॥
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে খাসের হাট বাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তৈরি হতো না বাঙ্গালি জাতির নির্দিষ্ট মানচিত্র। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাষ্টীয় ক্ষমতায় আসার পর তার নেতৃত্বে সারাদেশে যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়নেই আজ সবার সামনে দৃশ্যমান। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন লিটু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ হাফেজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক মোঃ ছানাউল্যাহ, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুউদ্দিন সবুজ, শম্ভুপুর ছাত্রলীগের সভাপতি লোকমান ভুইয়া প্রমুখ।