শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন পৌর আ.লীগ সদস্য মনোনীত করায় এমপি জ্যাকব’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
চরফ্যাশন পৌর আ.লীগ সদস্য মনোনীত করায় এমপি জ্যাকব’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
মোঃ নুরে আলম মিয়াজী কে ভোলা চরফ্যাশন পৌরসভা আওয়ামীলীগের সম্মানিত সদস্য হিসাবে মনোনীত করায় ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং পৌর আওয়ামীলীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি৷
বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাশন পৌরসভা শাখার সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা ৬নং ওয়ার্ডের মফিজুল হক মিয়াজীর সন্তান মোঃ নুরে আলম মিয়াজী কে পৌর আওয়ামীলীগের সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে৷ চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷
পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ নুরে আলম মিয়াজী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমার মেধা সততা দিয়ে ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো৷ আমি আগামী দিনগুলোতে দলীয় সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো এবং দলীয় শৃঙ্খলা মেনে চলবো৷