সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চরফ্যাশন উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চরফ্যাশন উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চরফ্যাশনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ার শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়৷
বিক্ষোভ সমাবেশে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম মোরশেদ, প্যানেল মেয়র আব্দুজ জাহের ভূঁইয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান তুহিন৷
বিক্ষোভ সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র বলেন, মুক্তিযুদ্ধের সময় মৌলবাদী শক্তিকে পরাজিত করে এ দেশ স্বাধীন হয়েছে, এবারও এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে দেশের প্রত্যেকটি উপজেলায় ও গ্রামে গ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করবেই করবে৷ যতক্ষণ কথিত মৌলবাদী ভাস্কর্য বিরোধীদের ঘরে ফেরানো না যাবে ততক্ষণ আন্দোলন সংগ্রাম চলবে৷
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা৷