রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনে ভোক্তাধিকারের মার্কেট মনিটরিংয়ে ৫ ব্যবসায়ীর জরিমানা
তজুমদ্দিনে ভোক্তাধিকারের মার্কেট মনিটরিংয়ে ৫ ব্যবসায়ীর জরিমানা
দ্বীপ নিউজ ডেস্ক ,
ভোলার তজুমদ্দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মার্কেট মনিটরিং করেন। রবিবার সকালে উপজেলা সদরের মুদি দোকানগুলোতে মূল্য তালিকা নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মনিটরিং করেন। এ সময় তিনি সুমন ষ্টোর, সবুজ ষ্টোর, যোবায়ের ষ্টোর, ছালেম ষ্টোর ও শরিফ ষ্টোরকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। ক্রেতা সালাউদ্দিন জানান, ভোক্তাধিকার আসার আগে দোকানদাররা আদার কেজি ৪শত ২০ টাকা বিক্রি করতেন। এখন বিক্রি করছে ১শত ৬০ টাকা। স্যানেটারী ইন্সেপেক্টর নুরুল আনোয়ার জানান, চাল, ডাল, পেয়াজ, আদা, রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঠিক মূল্য ও মূল্য তালিকা নিশ্চিত করতে ভোক্তা অধিকার ও স্যানেটারী ইন্সেপেক্টর যৌর্থভাবে মনিটরিং পরিচালনা করেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ঠিক রাখতে এধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানান সাধারণ ত্রেতারা।
এডমি # আর এস/ এইচ এল