শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত
তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত
তজুমদ্দিন প্রতিনিধি৷৷
ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে৷
শুক্রবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তজুমদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উক্ত জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার৷ প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ভোলা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা৷ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা ও মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ ফজলুল হক মনি।
বিশেষ অতিথির বক্তব্যে তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর বলেন, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইন্সটিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬০-৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন৷ ১৯৬৫ সালে পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেফতার হন এবং দেড় বছর কারা ভোগ করেন। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাকে৷
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদল্যাহ কিরন, যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন, বর্তমান আহবায়ক মোঃ রাসেল, শ্রমিক লীগের সম্পাদক হাসেম মহাজন, যুবলীগ নেতা এম নুরুন্নবী৷