সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মোবাইল কোর্টের নামে হয়রানির অভিযোগে বিক্ষোভ
চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মোবাইল কোর্টের নামে হয়রানির অভিযোগে বিক্ষোভ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধ৷৷
চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন এর বিরুদ্ধে অহেতুক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ এনেছেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি৷ তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৩০মিঃ সময় চরফ্যাশন সদর রোডে বাজার ব্যবসায়ী সমিতি এই বিক্ষোভের আয়োজন করেন৷ বিক্ষোভের সময় বাজারের সকল দোকানপাট বন্ধ ছিলো৷
জানা যায়, ইউএনও মোঃ রুহুল আমিন গত কয়েকমাস যাবৎ করোনা ট্রাজেডির মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ঠুনকো অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের মোটা অংকের অর্থ জরিমানা করেছেন৷ যা পরিশোধ করতে হিমশিম খেতে হয়েছে ব্যবসায়ীদের৷ মাস্ক না পরার অপরাধে ব্যবসায়ী এবং সাধারন জনগনকে ৫ হাজার টাকা অর্থদন্ড এমনকি অনেক মুরুব্বিদের গায়ে হাতও তুলেছেন৷
বিক্ষোভ সমাবেশে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দীন চাষি বলেন, মহামারী করোনার প্রাদুর্ভাবে যেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দু’মুঠো খাবার যোগাতে কষ্ট হয়, সেখানে সময়-অসময়ে মোবাইল কোর্টের নামে লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে ইউএনও৷
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, চরফ্যাশন উপজেলা প্রশাসন এর ফেসবুক আইডি থেকে ডিলিং লাইসেন্স এর জন্য ১০ দিন সময় দেয়া হয়েছে কিন্তু ৩দিন না যেতে আজ আবার মোবাইল কোর্ট দিয়ে ২জনকে আটক ও ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ এট ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন৷
আগামীকাল বরিশাল বিভাগীয় কমিশনার চরফ্যাশন আগমনকালে বাজার ব্যবসায়ী সমিতি বিতর্কিত ইউএনও’র প্রত্যাহার চেয়ে স্বারকলিপি ও নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে৷
এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সহযোগী সংগঠন মুদি, বস্র, ফার্মেসি, ফার্নিচার, ইলেকট্রনিকস সহ বিভিন্ন সমিতির সভাপতি ও সম্পাদক ও চরফ্যাশন বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন৷