বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।।
তজুমদ্দিনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।।
স্টাফ রিপোর্টার।।ভোলার তজুমদ্দিনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। র্্যালী, আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে উপজেলা যুবলীগ।
বুধবার (১১ নভেম্বর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি প্রতিষ্ঠবার্ষিকীর কর্মসূচির মধ্যে ভোর ৮টায় যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বিকাল ৪,৩০ টায় বর্ণাঢ্য র্যালী, ৫ টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
এসময় প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি টেলি কনফারেন্সের মাধ্যমে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে সবসময় দেশের জন্য কাজ করেছে । যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে আরো শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলেছে। দেশের উন্নয়নের জন্য যুবলীগের নেতৃবৃন্দরা সবসময় এক হয়ে কাজ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরো সামনে বড় চ্যালেঞ্জ হলো সকলকে একযোগে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাপদক নাসির উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবির সভাপতি আমিন মহাজন, তজুমদ্দিন উপজেলা যুবলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আঃ রহমান, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাশেম, ছাত্রলীগ আহবায়ক মোঃ রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও যুবলীগ নেতা এম, নুরুন্নবী ।