বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে সুপারি চুরির অভিযোগে ৫ম শ্রেণির ছাত্রকে নির্যাতন!
চরফ্যাশনে সুপারি চুরির অভিযোগে ৫ম শ্রেণির ছাত্রকে নির্যাতন!
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা-চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আর কলমি গ্রামের আবু তাহের মুন্সির বাগান থেকে সুপারি চুরির অভিযোগে একই এলাকার শামসুদ্দিন আহমেদের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ আল আমিন (১১) কে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত মোঙ্গল বার রাত ৯ টার সময় আবু তাহের মুন্সি, হারুন বেপারি, শাহে আলম ও বাবুল সহ শিশু আল আমিনের উপর এমন নির্যাতন চালায়৷ নির্যাতনের এক পর্যায়ে শিশুটির বড় ভাই ইমন কে মোবাইল ফোন করে ডেকে আনেন অভিযুক্তরা৷
ইমন জানান, আমি ঘটনা স্থলে গেলে নির্যাতনকারীরা ছোট ভাই আল আমিনকে সুপারি চুরির অপবাদ দিয়ে আমার নিকট ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন৷ ভাইকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় দেখে টাকা না দিয়ে ৯৯৯ নাম্বারে কল করে দক্ষিন আইচা থানা পুলিশের সহযোগিতায় আল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়৷
আল আমিনের বাবা শামসুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে
আমার দুই ছেলেকে আবু তাহের ও হারুন তার দলবল সহ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আমার ছোট শিশু ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করেছে৷ আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷
এ প্রসঙ্গে অভিযুক্ত আবু তাহের মুন্সি জানান, আমার বিরুদ্ধে অভিযোগ টি সম্পূর্ণ মিথ্যা৷ সুপারি চুরি করেছে বলে এলাকার লোকজন আল আমিন কে মারধর করেছে শুনেছি কিন্তু আমি সেখানে ছিলাম না আর এ বিষয়ে কিছু জানিও না৷
দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কয়েক জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷