বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সংলাপ’ অনুষ্ঠান
ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সংলাপ’ অনুষ্ঠান
দ্বীপ নিউজ ডেস্ক ॥
ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানসমুহের ভুমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‘চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি’র জলবায়ু ও অভিযোজন প্রকল্পের আয়োজনে ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ সহযোগীতায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার জেলার প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন, সিডিএস পরিচালক জাহানারা বেগম স্বপ্না।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ কুুুুমার মন্ডল। আলোচনায় অংশ নেন বিটিভি প্রতিনিধি এমএ তাহের, সিনিয়র সাংবাদিক এ্যাড. কামাল উদ্দিন সুলতান প্রমুখ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তরা। একই সাথে জলবায়ু পরিবর্তন থেকে রক্ষায় সামাজিক বনায়ন, উচু বাঁধ নির্মান, ভাঙ্গন রোধ ও জনসংখ্যা নিয়ন্ত্রনসহ নানা দিক তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে মানুষকে খাপ খাওয়ানোর বিভিন্ন কৌশলগুলো তুলে ধরছে এনজিও।