মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ॥
তজুমদ্দিনে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ॥
দ্বীপ নিউজ ডেস্ক ॥
আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর বিকাল ৪টায় আহাম্মদ ভবনে বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অজিউল্যাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মহাজন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন, শম্ভুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন, ছাত্রদলের সাবেক সিনিয়ন সহ-সভাপতি নুরুল আহাদ তছলিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার, তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম তৌহিদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদার।