শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » ভোলা-চরফ্যাশনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল কর্মশালায় অংশগ্রহণ ও কুকরি মুকরির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন
ভোলা-চরফ্যাশনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল কর্মশালায় অংশগ্রহণ ও কুকরি মুকরির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা-চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে ইকো-ট্যুরিজম উন্নয়নে বন বিভাগ, বিশ্ববিদ্যালয়, ট্যুর অপারেটর ও অন্যান্য প্রাইভেট সেক্টরের সমন্বয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে৷
শনিবার (১৭অক্টোবর) সকাল ১০টায় কুকরি মুকরি রেস্টহাউজ হলরুমে কমিউনিটি ভিত্তিক ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লী কর্ম সহায়ক (পিকেএসএফ) ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর আর্থিক ও সার্বিক সহযোগিতায়, বেসরকারী প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়৷
উক্ত কর্মশালায় কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে টোয়াবের সভাপতি রাফিউজ্জামান, কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)এর নির্বাহী পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি দলের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
কর্মশালায় বক্তারা দেশীয় পর্যটনের বাজারকে কাজে লাগিয়ে এই খাতের উন্নয়ন ধরে রাখতে পর্যটকদের পরিবর্তিত আচরণের সঙ্গে উদ্যোক্তাদের মানিয়ে চলার পরামর্শ দিয়েছেন৷ পর্যটনের উন্নয়নে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও পর্যটন পণ্যের বৈচিত্র্যতা তৈরি করা, গ্রামীণ ও প্রান্তিক পর্যটন গন্তব্যের ওপর গুরুত্ব দেওয়া, ট্যুরিস্ট কেয়ারিং ক্যাপাবিলিটি’ নিশ্চিত করতে ও পরিবেশ সংরক্ষণে পর্যটনের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন আলোচকরা৷ তাদের পরামর্শ, স্থানীয় জনগণকে প্রশিক্ষিত করে দক্ষ জনবলে রূপান্তর করতে হবে।
এছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অন্যান্য প্রতিনিধি দল কুকরি-মুকরির বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন৷