বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলা জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা
ভোলা জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলা জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা তজুমদ্দিন চাঁদপুর ফাজিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ কামাল মাহমুদের সভাপতিত্বে জেলার সকল উপজেলার শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাশিপ’র কেদ্রিয় কমিটির মহাসচিব ও কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা স্বাধীনতা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সদস্য সচিব ও চরফ্যাশন ওমরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল হামিদ খান, যুগ্ন আহ্বায়ক দৌলতখান কলাকোপা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মহিউদ্দিন ফারুক ও চরফ্যাশন কেরামতিয়া কমিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোঃ নুরুল আমিন প্রমূখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ জেলার প্রতিটি উপজেলায় শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্বান্ত নেয়া হয়।