শুক্রবার ● ২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে বাগানের নারিকেল ও সুপারি লুটের অভিযোগ ॥
তজুমদ্দিনে বাগানের নারিকেল ও সুপারি লুটের অভিযোগ ॥
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে ভোগ দখলীয় মালিকানাধীন বাগানের নারিকেল ও সুপারি লুট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় জমির মালিকসহ সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল মাজেদ হাওলাদারের ছেলে সোলাইমান হাওলাদার ও মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মফিজুল ইসলাম প্রায় ৬৪ বছর আগে আড়ালিয়া মৌজার ১০৫৭, ৭৫, ৩৭৫ ও ৩৮২ নং এস.এ খতিয়ানে সুলতান আহাম্মদ, আঃ জব্বার, মোঃ শাহে আলম গংদের নিকট থেকে ৩ একর জমি ক্রয়ের মাধ্যমে ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে গত বছর সুলতানের ছেলে আলাউদ্দিন, মোতাহার, আবুল কাশেমসহ কয়েকজনের একটি সোলাইমা ও মফিজুল ইসলামের ভোগ দখলীয় জমিতে এসে নারিকেল, সুপারি ও বাগানের বড় বড় গাছ কেটে লুটপাট চালায়। এ সময় মালিক পক্ষ বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় জমির মালিক সোলাইমান বাদী হয়ে-২০১৯ সালে ফৌজদারী কোটে লুটপাট ও গাছকাটা জমি দখলের ২টি মামলা করেন। মামলা ২টি আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু গতকাল ২ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে আবারও আলাউদ্দিন, মোতাহার, আবুল কাশেম, মহিউদ্দিন, হান্নান, ফারুক, শাহাবুদ্দিন, মোতালেব, শাজাহান ও রহম আলী, ফিরোজা বেগম ও শামছুন্নাহারসহ ২০/২৫ জনের একটি গ্রুপ অবৈধ দখলের উদ্দেশ্যে বাগানের নারিকেল ও সুপারি লুট করেন। লুটপাট কারীদের কাছে দেশীয় অস্ত্র থাকায় জমির মালিক বাধা দিতে সাহস পায়নি। এ বিষয়ে জমির মালিক সোলাইমান জানান, আমরা প্রায় ৬৪ বছর আগে মৃত সুলতান গংদের কাছ থেকে ৩ একর জমি ক্রয়ের মাধ্যমে ভোগ দখল করে আসছি। কিন্তু ২০১৯ সাল থেকে বিক্রেতা সুলতানের ছেলেরা পাশ্ববর্তী কিছু লোকজন নিয়ে আমাদের বাগান অবৈধভাবে দখলের পায়তারা চালায়। যার ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বাগানের নারিকেল ও সুপারি লুটপাট করে। লুটপাটকারীদের নিকট দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে সাহস পাইনি।
অভিযুক্ত আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সুপারি ও নারিকেল লুটের কথা স্বীকার করেন বলেন, গতকাল বৃহস্পতিবার আমরা মামলার মামলার হাজিরা দিতে ভোলায় গেলে প্রতিপক্ষ গাছের সুপারি পারায়। সে কারণে আমাদের ছেলেরা শুক্রবার সকালে নারিকেল ও সুপারি পারে। সেটা এখন আমাদের হেফাজতে রয়েছে।