বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলা চরফ্যাশনে কন্যা শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে আলোচনা সভা
ভোলা চরফ্যাশনে কন্যা শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে আলোচনা সভা
আমিনুল ইসলম, চরফ্যাশন ভোলা৷
আজ ৩০সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস৷ এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং কন্যা শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা৷
বুধবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন৷
আলোচনা সভায় প্রধান অতিথির জয়নাল আবেদীন আখন বলেন, কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে৷ আজকের কন্যা আগামী দিনের নারী। আমাদের মনে রাখতে হবে কন্যা একটি জাতির প্রায় অর্ধেক জনগোষ্ঠী।
বিশেষ অতিথি আবুল হাসেম মহাজন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থায় গড়তে পারলেও আমাদের কন্যারা পিছিয়ে পড়েন অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যমূলক মনোভাবের কারণে। আর তাই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর ‘জাতীয় কন্যা শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।
বক্তারা কন্যা শিশুদের বিকাশে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে নারীদের ভবিষ্যৎ সামনের চলা মসৃণ করার জন্য কারিগরি ও একাডেমিক শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রতি জোর দেন।