সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » তজুমদ্দিনে যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
তজুমদ্দিনে যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
এম, নুরুন্নবী।।
তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সন্ধ্যা ৭ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ উপলক্ষ্যে কেক কাটা ও মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়।
সংগঠনের সভাপতি শহিদুল্যাহ কিরন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা মামুন আহম্মেদ, অধ্যক্ষ মুঈন উদ্দিন হাং , ফরিদ তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান মিশু হাং, লিটন মহাজন প্রমুখ।
অপরদিকে, প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্স বক্তৃতায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে দেশ।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা রাখেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিধূ ভূষণ রায়,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন দাস,গৌর গৌবিন্দ মন্দিদের সাংগঠনিক সম্পাদক সাগর দত্ত সহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ। পরে শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে আলোক প্রজ্বলন, কেক কাটা, মিষ্টি বিতরণ করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।