শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » কুকরি মুকরি ভ্রমণপিপাসু অতিথিদের নিরাপত্তা বিষয়ক সভা
কুকরি মুকরি ভ্রমণপিপাসু অতিথিদের নিরাপত্তা বিষয়ক সভা
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরী মুকরীতে ভ্রমণপিপাসু অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ক কমিটি গঠন ও দক্ষতা উন্নয়ন সভার আয়োজন করা হয়েছে৷
শুক্রবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় পিকেএসএফ এর অর্থায়নে বেসরকারি প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে, প্রকল্পের নিজস্ব নিরাপত্তা বিষয়ক কার্যালয় কুকরিতে “কমিউনিটি ভিত্তিক ইকো-টু্রিজম উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের” নিরাপত্তা বিষয়ক কমিটি গঠন ও দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়৷
সভায় ১২ নং কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রকল্প ব্যবস্থাপক আবু ইব্রাহিম রাজিব, টুরিজম নিরাপত্তা কমিটির সদস্যসহ পরিবার উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
জানা যায়, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট ইকো-টু্রিজম নিরাপত্তা ও দক্ষতা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সদস্যগণ সভাপতির নির্দেশক্রমে কুকরী-মুকরিতে ভ্রমণ করতে আসা অতিথিদের সর্বাত্মক নিরাপত্তা দেয়ার কাজে নিয়োজিত থাকবেন৷