শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও অাপনাদের সেবা করব - অালী অাজম মুকুল এমপি।
শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও অাপনাদের সেবা করব - অালী অাজম মুকুল এমপি।
ফয়সাল অাহমেদ, বোরহানউদ্দিন(ভোলা) ॥
বৈশ্বিক করোনো সংক্রমনের কারনে অাজ সারা পৃথিবী স্থবির। মানুষের মধ্যে এক অজানা অাতঙ্ক। করোনা ভাইরাস এর কারনে জনজীবনে নেমে এসেছে অসহনীয় দূর্ভোগ,অসহায় দীনমজুর, মধ্যবিত্ত,নিন্মবিত্ত, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ গুলোর যখন বেচে থাকার জন্য নাভিশ্বাস উঠেছে।
করোনা সংক্রমন মোকাবেলায় ২য় পর্যায়ে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নিজের ব্যাক্তিগত তহবিল হতে ২০হাজার হত দরিদ্র পরিবােরে মাঝে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী ও খাদ্য দ্রব্য বিতরন করেন মানবতারে ফেরিওয়ালা খ্যাত তরুন সাংসদ অালী অাজম মুকুল এমপি। ত্রান বিতরন কালে তিনি বলেন জাতির এই দুর্যোগ কালীন মূহুর্তে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের পাশ অাছি থাকব।আমার বাবা মা নেই। অামি এতিম। আপনারা আমার বাবা মা,তাই আপনাদের সেবা দেওয়া আমার দ্বায়িত্ব। করোনা সংক্রমন এর শুরুর সময় থেকে আমি আমার পরিবার পরিজন সবাইকে ঢাকায় রেখে আপনাদের সেবা করার জন্য চলে এসেছি। দিন রাত আপনাদের সেবা করে যাচ্ছি। আমি জানি এখানে আমার জীবনের ঝুঁকি আছে। অামি মৃত্যুকে পরোয়া করিনা। জন্মেছি যখন মৃত্যু একদিন হবে। এই সংকটময় সময় আপনাদের বিপদে একা রেখে আমি যাবো না। অাপনারা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে চলুন। তার নেতৃত্বে অচিরেই অামরা করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠব। সেইলক্ষ্যে আজ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ও হাসান নগর ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের অর্থায়নে ত্রান সামগ্রী বিতরন করার সময় তিনি এ কথা বলেন। বোরহানউদ্দিন উপজেলায় ১০ হাজার পরিবার কে ত্রান বিতরন করা হবে। ত্রান বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা বশির গাজী, পৌর মেয়র রফিকুল ইসলাম, বড় মানিকা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দির হায়দার, কাচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল অামিন নিরব মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল হায়দার. ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক পলাশ বিশ্বাস প্রমুখ।