শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » লালমোহনে স্কুলছাত্রীর আত্মহত্যা
লালমোহনে স্কুলছাত্রীর আত্মহত্যা
লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে পরিবারের সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে মোসা. মিতু আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাতাইন্নাগো বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মিতু ওই বাড়ির আব্দুর রশিদের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে