শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স্থাপন করায় আনন্দ র্যালী
দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স্থাপন করায় আনন্দ র্যালী
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
ভোলা চরফ্যাশন উপজেলায় দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স্থাপন করায় আনন্দ র্যালী করেছেন স্থানীয়রা৷
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ভোলা-৪ জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে অভিনন্দন জানাতে দক্ষিণ আইচার সাধারণ জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকসহ এক আনন্দ র্যালীর আয়োজন করেছে।
সকলের অংশগ্রহনে আনন্দ র্যালীটি দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে শশীভুষন থানার কলমীর মোড় হয়ে পুনরায় দক্ষিণ আইচা বাজারে এসে শেষ হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক পথ সভায় এলাকাবাসীর পক্ষে জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুর রব মিয়া বলেন, আজ এই আনন্দ র্যালীতে প্রমাণ করে দক্ষিণ আইচা থানায় এলাকার শিক্ষার্থীদের জন্য একটি কলেজ কত প্রয়োজন ছিল৷
পথসভায় অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন বলেন, আমাদের প্রিয় নেতা, চরফ্যাশন ও মনপুরার মানুষের ভাগ্য পরিবর্তনের মহানায়ক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিভিন্ন উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও অকল্পনীয় পরিবর্তন ঘটিয়েছেন৷ আজকের এ আনন্দ র্যালী শেষে পথসভা অনুষ্ঠানে দাঁড়িয়ে কলেজের পক্ষ থেকে প্রিয় নেতা কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই৷
এছাড়াও পথসভা অনুষ্ঠানে চরমানিকা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ স্থাণীয় বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।