শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন হাসপাতালে চিকিৎসকের আগে ঔষধ দোকানের দালাল হাজির৷
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন হাসপাতালে চিকিৎসকের আগে ঔষধ দোকানের দালাল হাজির৷
১০২৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসকের আগে ঔষধ দোকানের দালাল হাজির৷

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷

---

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আসার পূর্বেই হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকানের দালাল চক্র এসে হাজির৷ তাদের খপ্পরে পড়ে অতিরিক্ত মূল্যে ঔষধ কিনতে হয় রোগীকে৷ এমন প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ৷

সোমবার (১৪সেপ্টেম্বর) সরেজমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায়, চরফ্যাশন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যানবাহনে করে রোগী হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসা মাত্র দালাল এসে হাজির৷ তারা প্রথমে রোগীকে ধরাধরি করে জরুরি বিভাগে নিয়ে আসে৷ এরপর রেজিস্টার মেইন্টেন, ডাক্তার দেখানো, এমনকি ভর্তি হলে সিট পাইয়ে দেয়ার ব্যবস্থা করেন৷ স্বাভাবিকভাবে এমন আচরণ দেখে দালালদের প্রতি সহানুভূতি জন্মায় রোগীর সাথে আসা আত্মীয়-স্বজনের৷ হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র দেয়ার পর দালাল চক্র কৌশলে বলেন, এখানে আমার আত্মিয়ের দোকান আছে, কম মূল্যে কিনে দিতে পারব, টাকা পরে দিলেও হবে, ঔষধ কিনলে কিনতে পারেন৷ রোগীর আত্মীয় তার সহানুভূতির কথা চিন্তা করে ঔষধ কিনতে চলে যান দালালের নির্দিষ্ট দোকানে৷ শুরু হয় গলাকাটা মূল্যে ঔষধ বিক্রি৷

অনুসন্ধানে আরও দেখা যায়, সরকারি হাসপাতাল থেকে যে সকল ঔষধ বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী যেমন-কটন, হেক্সিসল, সিরিজ, নরমাল স্যালাইন, সিজার, ব্যান্ডেজ ইত্যাদি ফ্রী দেয়ার কথা, কিন্তু রোগীর ব্যবস্থাপত্রে এসব আনতে বলা হয়৷ পরে এসকল সামগ্রী জরুরি বিভাগের কর্মকর্তাগণ সে দোকানেই ফেরত দিয়ে টাকা আনার অভিযোগ পাওয়া গেছে৷

ভুক্তভোগী চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের মোঃ ইউসুফ বলেন, আমার স্ত্রী অসুস্থ হওয়ার পর চরফ্যাশন হাসপাতলে ভর্তি করি৷ প্রথম থেকেই এক দালালের প্ররোচনায় হাসপাতালের পূর্ব পাশের এক দোকান থেকে ঔষধ ক্রয় করি৷ তিন দিন থাকার পর সকল হিসাব-নিকাশ করে দোকানের টাকা পরিশোধ করি৷ প্রয়োজনে একই ঔষধ চরফ্যাশন সদর রোড ফ্রেন্ডস মেডিকেল থেকে ক্রয় করলে দেখা যায়, প্রতি পিস ৮ টাকার ঔষধ ১৮ টাকা, ১৪টাকার ঔষধ ৩৫ টাকা করে রেখেছেন, হাসপাতাল সংলগ্ন দালালের দোকানদার৷ হিসাব করে দেখলাম সর্বমোট ২হাজার ৩শ টাকা অতিরিক্ত রেখেছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক চরফ্যাশন সরকারি হাসপাতালের কর্মরত এক ডাক্তার বলেন, এ দালাল চক্রকে হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা করেন৷ এক মাস পূর্বে দালাল চক্রের দুই সদস্য হাসপাতালে ভর্তি খালাকে দেখতে আসা ১২ বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে৷ সে মামলা এখনো চলমান৷

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও শোভন বসাক দ্বীপ নিউজ২৪ কে জানান, দালালমুক্ত হাসপাতালের জন্য গেটপাস, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে৷

আমরা সংশ্লিষ্টদের দালাল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। হাসপাতালের কেউ জড়িত থাকলে প্রমাণসহ অভিযোগ করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে৷





আইন-শৃংখলা এর আরও খবর

তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে” তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে”
চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ
চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ
চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি
চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন
চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান

আর্কাইভ