সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনের ফারুকের মেয়ে মৃত খাদিজাকে বেওয়ারিশ হিসেবে দাফন৷
চরফ্যাশনের ফারুকের মেয়ে মৃত খাদিজাকে বেওয়ারিশ হিসেবে দাফন৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে পানিভর্তি বিল থেকে উদ্ধার হওয়া মৃত খাদিজার (১৪) লাশ ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে ভোলা আঞ্জুমানে দাফন করা হয়েছে৷
জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে মৃত খাদিজাকে গ্রহণ করেনি তার পরিবার৷ মেয়ের এমন রহস্যময় নিশংস মৃত্যুর খবর তার পরিবার জেনেও একনজর দেখতে আসেনি৷ না চেনার ভান করে গ্রহণও করিনি মেয়ের লাশ৷ মৃত খাদিজার নামের জায়গায় লেখা হয়েছে বেওয়ারিশ৷ অভিভাবকের এমন আচরণ দেখে পুরো চরফ্যাশন উপজেলার মানুষ মেয়েটির বাবা ও ফুফুর দিকে কিসের ইঙ্গিত করছেন?
অজ্ঞাত মামলার তদন্ত কর্মকর্তা চরফ্যাশন থানার এস আই খাইরুল ইসলাম জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত উদ্ধার করা মেয়েটির ফুফু ও ফুফাতো বোনকে তদন্তের স্বার্থে থানায় ডেকে আনা হয়েছে৷ দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি নেয়ার পর ছেড়ে দেয়া হয়৷
সরেজমিনে জাহানপুর ইউনিয়নে মৃত খাদিজার বাড়ির প্রতিবেশীরা চরফ্যাশন নিউজ২৪ কে জানান, অর্থের লোভে মেয়েটির অমতে বাবা ও ফুফু মিলে ঢাকায় এক সন্তানের জনক বয়স্ক তোফায়েলের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক খাদিজাকে বিয়ে দেন৷ স্বাভাবিকভাবে বয়স্ক স্বামীকে কোনভাবেই মেনে নিতে পারছিল না৷ ইতিপূর্বে একাধিকবার মেয়েটির বাবা ফারুক ঢাকায় স্বামীর নিকট দিয়ে আসলে, কাউকে না বলে আবার চরফ্যাশনে চলে আসতো খাদিজা৷ ওর “মা” নেই৷ মাকে পিতা ফারুক অনেক আগেই ডিভোর্স দিয়েছিলো৷ মেয়ের এমন আচরণ, স্বামীকে মেনে না নেয়া এবং অন্য ছেলের সাথে সম্পর্ক আছে সন্দেহে মধ্যযুগীয় কায়দায় পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করতো পাষণ্ড পিতা৷
এসকল ঘটনায় মেয়েটির বাবা সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়৷ ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন মেয়েটির বাবা ফারুক৷ কোথাও খুঁজে তার সন্ধান পাওয়া যায়নি৷ খাদিজার ফোন কল ট্রাক করে সঠিক তদন্তের মাধ্যমে এমন নির্মম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাট করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছেন এলাকাবাসী৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক৷ আমরা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনার মূল রহস্য উদঘাটন করব৷ ইতিমধ্যে প্রয়োজন মনে করে কিছু লোকের সাক্ষ্য গ্রহণ চলমান৷