সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাময়িক বহিষ্কার৷
চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাময়িক বহিষ্কার৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন চর মাদ্রাজ ইউনিয়নে মধ্য পুর্ব হামিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহাববুর রহমান (ফারুক) মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
১০ সেপ্টেম্বার ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদারের স্বাক্ষরিত ৩৮.০৫.০৯০০.০০১.০০.০০০.২০২০/১৩০৩ নং স্মারকে বরখাস্তে আদেশ দিয়েছেন বলে আজ রোববার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন৷
জানাযায়, জমি সংক্রান্ত বিরোধে চর মাদ্রাজ ইউনিয়নের আঃ সহিদ বাদি হয়ে সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান (ফারুক) কে আসামী করে ২০১৫ সালে চরফ্যাসন সিনিয়র জুডিশিায়াল ম্যাজিট্রেট আদালতে দায়েরকৃত সি আর ১১১/১৫ নং দায়ের করা মামলায় ১৫ সনের ১৪ ডিসেম্বর হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন৷ কিন্তু তিনি এই তথ্য গোপন রাখেন। এবং কর্মস্থলে বহাল থাকেন এ কারনে বিএস আর ১ম খন্ডের ৭৩ নং ধারা মোতাবেক তাকে সাময়িক বরখান্ত করা হয়। চাকুরী কালে মোকদ্দমার তথ্য গোপন রাখা অসদাচরণের সামিল বিদায় কেন তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে না। পত্র প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদেশে উলেখ্য করা হয়েছে।
শিক্ষক মাহাবুবুর রহমানের মোবাইল ফোনে একধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী চরফ্যাশন নিউজ২৪ কে জানান, ই-মেইল যোগে রোববার সাময়িক বরখাস্তের আদেশের চিঠি পেয়েছি। এব্যপারে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।