শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে মুক্তিযুদ্ধা এনামুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন৷
চরফ্যাশনে মুক্তিযুদ্ধা এনামুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন৷
আমিনুল ইসলামচরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার এনামুল হক ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷
শুক্রবার (১১সেপ্টেম্বর) আছলামপুর ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক মাস্টারের জানাজা শেষে সশস্ত্র পুলিশ বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন৷
এনামুল হক ভূঁইয়ার জানাজায় টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷
মরহুমের জানাজায় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, আবুল কাশেম মেলেটারি, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন, পৌর প্যানেল মেয়র আব্দুজ জাহের ভূঁইয়া, আছলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির আসলামী, ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন৷
উল্লেখ্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার এনামুল হক ভূঁইয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন৷