শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে ডায়াগনস্টিক সেন্টারের দালাল; অ্যাম্বুলেন্স ড্রাইভার৷
চরফ্যাশনে ডায়াগনস্টিক সেন্টারের দালাল; অ্যাম্বুলেন্স ড্রাইভার৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
চরফ্যাশন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আশা রোগীদেরকে সুকৌশলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে চরফ্যাশনের এম্বুলেন্স ড্রাইভারগন৷
অনুসন্ধানে দেখা যায়, চরফ্যাশন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মালিকানাধীন এম্বুলেন্স৷ খুব সহজেই রোগী আনা-নেয়ার প্রয়োজনে এম্বুলেন্স পাওয়া যায়৷ এখানে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ তাদের প্রিয় স্বজন অসুস্থ হলে প্রথমে চরফ্যাশন সদর হাসপাতালে নেয়ার ইচ্ছা থাকে সবার৷ কিন্তু দেখা যায় এম্বুলেন্সে রোগী আনার পথিমধ্যে উন্নত চিকিৎসা, কমমূল্যে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার ও ভালো ডাক্তারের আশ্বাস দিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারগণ রোগীকে তার পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়৷ এতে প্রতারণার শিকার হয়ে অতিরিক্ত টাকা গুনতে হয় সাধারণ রোগীদের৷ হাসপাতালকে ঘিরে রাখা বৈধ-অবৈধ ৩৫টি ডায়াগনস্টিক সেন্টার আর প্রাইভেট ক্লিনিকগুলোর মধ্যে অধিকাংশই রোগী পাওয়ার জন্য কমিশনের বিনিময়ে প্রায় ২০-২৫ টি এম্বুলেন্সের চালক নামের এসব দালাল পুষে রাখেন৷
ভুক্তভোগী আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মিজানুর রহমান জানান, সরকারি হাসপাতালের উদ্দেশ্যে মাকে নিয়ে রওয়ানা হলেও পথিমধ্যে এম্বুলেন্স ড্রাইভার বিভিন্ন লোভনীয় অফার দিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে তোড়জোড় শুরু করে৷ তার কথায় ডায়াগনস্টিক সেন্টারে গেলে ৩ হাজার ৫শ টাকার পরীক্ষা করায় মাকে৷ পূর্বে দাম না করে বিলের কাগজ আমাকে দিলে রীতিমতো বিড়ম্বনায় পরি৷ কারণ আমার কাছে এত টাকা ছিলনা৷ অন্যের থেকে ধার করে টাকা পরিশোধ করতে হয় আমাকে৷ এসব অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা তারা ইচ্ছা করে করেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক নবগঠিত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটির এক কর্মকর্তা এম্বুলেন্স ড্রাইভারদের দালালি কথা শিকার করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম-নীতি মেনে কিছু সংখ্যক ডায়াগনস্টিক সেন্টার থাকলেও বাকিদের কাগজপত্র, পরীক্ষার যন্ত্রপাতি, সঠিক প্যাথলজি বা সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই পরিচালিত হচ্ছে৷ কিছুদিন পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে৷ এ সকল প্রতিষ্ঠানের জন্য আমাদের সঠিক পথে চলা ভালো কিছু প্রতিষ্ঠানেরও বদনাম হচ্ছে৷ যা মানতে খুবই কষ্টকর৷ আমরা এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি৷ এবং ডাক্তারদের কে ওই সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি৷
নাম প্রকাশে অনিচ্ছুক চরফ্যাশনের এক এম্বুলেন্স ড্রাইভার জানান৷ কিছু সংখ্যক ড্রাইভার ডায়াগনস্টিক সেন্টারের সাথে গোপন ভাবে চুক্তিতে রোগীদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে৷ তাই বলে সবাই একরকম না এর মধ্যে অনেক ড্রাইভার ভালো আছে৷
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও শোভন বসাক জানান, এ সকল দালাল চক্রকে প্রতিহত করতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি৷ সাধারণ মানুষ যাতে সরকারি চিকিৎসা সেবা শতভাগ গ্রহণ করতে পারে সেটাই আমাদের কাম্য৷