শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর,সাংবাদিক লাঞ্ছিত।
আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর,সাংবাদিক লাঞ্ছিত।
নিজস্ব প্রতিবেদক।।
গত শুক্রবার ১লা মে জুম্মাহ নামাজ বাদ ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজার জামে মসজিদের সামনে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কিছু নেতাকর্মী।
সংঘর্ষের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত এলাকাজুড়ে। এ খবর শুনে ছুটে আসেন বৈঠাকাটা প্রেসক্লাবের সংবাদকর্মীরা। সংবাদ সংগ্রহের সময় দৈনিক এশিয়া বাণীর নাজিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ শামীম হাসানের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং মারধর করে যুবলীগ নেতা কবির বাহাদুর ও তার দলবল। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে দৈনিক বাংলাদেশ বাণীর পিরোজপুর জেলার স্টাফ রিপোর্টার মোঃ শামসুল আরেফিনের উপরেও আক্রমণ চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহিদুল ইসলাম সহ তদন্ত কেন্দ্রের সকল পুলিশ সদস্য বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিস্থিতি শিথিল করে প্রশাসন তাদেরকে বাড়িতে যেতে বাধ্য করেন। বাড়ী যাওয়ার পথে কবির বাহাদুরের নির্দেশে কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড খলনী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে এবং স্থানীয় নেতাকর্মীদের উপর আবারও অমানবিক হামলা চালায়। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ভিপি মঈন তুষার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিন্দা জানিয়েছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপনসহ সকল নেতৃবৃন্দ বৈঠাকাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দের দাবি এই বর্বর অমানবিক সন্ত্রাসী হামলার দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হউক।