বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » কুকরি-মুকরি জেলে পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ৷
কুকরি-মুকরি জেলে পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাসন উপজেলা কুকরি-মুকরি ইউনিয়নের জেলে পরিবারের মধ্যে ইকোফিশ-২ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ করেছেন৷
বৃহষ্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুকরি-মুকরি রেস্ট হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইউএসএআইডি, আইইউসিএন ও চরফ্যাসন উপজেলা মৎস্য দপ্তর৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাহী পরিচালক জনাব আনিসুল হক তালুকদার, বিশেষ অতিথি হিসেবে চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন উপস্থিত ছিলেন৷
এ সময় অন্যান্যদের মধ্যে আইইউসিএন, ইউএসএআইডি সংস্থার কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তর কর্মকর্তা ও অসহায় জেলে পরিবার উপস্থিত ছিলেন।