বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন’র উপজেলা কমিটি গঠন
তজুমদ্দিনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন’র উপজেলা কমিটি গঠন
তজুমদ্দিন প্রতিনিধি ॥
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের তজুমদ্দিন উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তজুমদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম, নুরুন্নবী সভাপতি এবং তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের তজুমদ্দিন প্রতিনিধি হেলাল উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় ভোলা জেলা বিওজেএ’র সভাপতি খলিল উদ্দিন ফরিদ উপজেলা কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শরীফ আল আমিন (ভোরের কাগজ), আকতার হাওলাদার (বরিশাল বার্তার), যুগ্ম সম্পাদক এম, নয়ন (বাংলার কন্ঠের), এম এ হান্নান (আজকালের), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মোঃ জিহাদ (প্রথম সকাল), তথ্য ও গবেষণা সম্পাদক মোশারেফ হোসেন (বরিশাল সমাচার), কার্যকরী সদস্য তরুন কুমার দাস (মতবাদ), সেলিম রেজা (গণকণ্ঠ), এম এ হালিম (ভোলা টাইমস) ও কামাল উদ্দিন (ভোরের আলো), রুবেল চক্রবর্তী (ন্যায় অন্যায়), নকিব হোসেন (বাংলাদেশের খবর)। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিওজেএ’র লালমোহন সভাপতি মাহমুদ হাসান লিটন, সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক ও দৈনিক গণকন্ঠের লালমোহন প্রতিনিধি সাব্বির আলম বাবু প্রমুখ।