রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » চরফ্যশন অসহায় পরিবারকে অর্থ সহায়তা দিলেন কোস্ট ট্রাস্ট৷
চরফ্যশন অসহায় পরিবারকে অর্থ সহায়তা দিলেন কোস্ট ট্রাস্ট৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় অসহায় এক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বেসরকারি প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট৷
রবিবার (৬সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিন আইচা থানার গণ স্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন কলোনির বাসিন্দা কাঞ্চন ব্যাপারী অসুস্থতাজনিত কারণে আজ মারা যান৷ তার স্ত্রী জমেলা খাতুন (৭০) এর হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেন ভোলা জেলা বেসরকারী প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট৷
কোস্ট ট্রাস্ট’র সহকারি পরিচালক রাশিদা বেগম চরফ্যশন নিউজ২৪ কে জানান, কোস্ট ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে মৃত ব্যক্তির পরিবারকে দাফন-কাফনের জন্য এ অর্থ সহযোগিতা করা হয়৷
এসময় অন্যান্যদের মধ্যে ভোলা জেলা নাগরিক ফোরাম ও উপজেলা জলাবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, কোস্ট ট্রাস্ট চরফ্যাশনের এডমিন অফিসার নুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ আতিকুর রহমান ও জলাবায়ু ফোরামের সদস্য মো.তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷