শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন। হাসান সভাপতি, মিজান সম্পাদক।।
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন। হাসান সভাপতি, মিজান সম্পাদক।।
তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ তজুমদ্দিন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মোঃ ইশতিয়াক হাসান কে সভাপতি ও মোঃ মিজান পোদ্দার কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখার আহবায়ক মোঃ আবু ছায়েম ও যুগ্ম আহবায়ক আবিদুল আলম আবিদ, মুজাহিদুল ইসলাম তুহিন। উক্ত কমিটির সভাপতি/ সম্পাদক কে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন লালমোহন-তজুমদ্দিন ৫ লক্ষ জনতার নয়নের মনি দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ভোলা-৩, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সভাপতি এ কে এম শহিদুল্যা কিরণ, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সম্পাদক তরুন দাস প্রমুখ।