বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ত্যাগী আওয়ামী লীগ কর্মীর দুর্দিনে দলের কেউ পাশে নেই৷
চরফ্যাশনে ত্যাগী আওয়ামী লীগ কর্মীর দুর্দিনে দলের কেউ পাশে নেই৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
তখন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়৷ প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের, নৌকা মার্কায় ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে মোঃ রাসেল৷ নির্বাচনের দু’দিন আগে নৌকা মার্কার কর্মীসমাবেশে ব্রেন স্ট্রোক করেন তিনি৷ সে থেকে এখন পর্যন্ত এক হাত, এক পা অবশ হয়ে পঙ্গু অবস্থায় জীবন-যাপন করছেন ত্যাগী আওয়ামী লীগ কর্মী মোঃ রাসেল৷ আজ পর্যন্ত প্রিয় দলের কেউ আসেনি তাকে দেখতে বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে৷
চরফ্যাশন ওসমানগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের, বীর মুক্তিযোদ্ধা মরহুম নসু হাজীর বড় ছেলে মোঃ রাসেল৷ ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক ৪টি মিথ্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি৷ সে মামলায় দীর্ঘদিন জেলে থাকা বা রিমান্ডে নির্যাতনের শিকারও হয়েছিলেন৷ বর্তমানে ওসমানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, জনতা বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাসেল, তার প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুদৃষ্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে সাহায্য পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন৷
মোঃ রাসেল বলেন, আমার বাবা নেই৷ মা ছোট ভাইয়ের সাথে ঢাকায় থাকেন৷ আমার নিকট টাকা পয়সা যা ছিল, আমার চিকিৎসায় সব শেষ হয়ে গেছে৷ আমি কোন কর্ম করতে পারিনা৷ স্ত্রীকে নিয়ে বর্তমানে আমি নিজ বাড়িতে দুর্বিষহ জীবন যাপন করছি৷ আমার কথা জ্যাকব ভাইকে যদি কেউ বলতো, তাহলে বিভিন্ন ভাবে আমাকে সাহায্য সহযোগিতা করত৷
মোঃ রাসেলের বন্ধু সোহাগ জানান, ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের কে অনেকবার বলা হয়েছে যে, আপনারা এমপি মহোদয় কে একটু বলুন, রাসেলের কথা এমপি মহোদয়ের মনে নাও থাকতে পারে৷ কিন্তু আজ পর্যন্ত কেউ রাসেলের কথা এমপি মহোদয়কে বলেননি৷ নিজ দলের একজন রাজনৈতিক কর্মী অসুস্থ বা যেকোনো বিপদে পড়লে, অন্যরা তার প্রতি হাত বাড়িয়ে দেয়াই মানবিক দৃষ্টিকোণ৷ আর আওয়ামী লীগ পরিবার তো কর্মী বান্ধব৷