সোমবার ● ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন জনসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা৷
চরফ্যাশন জনসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায়, জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
রবিবার (৩০আগষ্ট) চরফ্যাশন হাসপাতাল রোড অবস্থিত জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া রিপোর্ট, অতিরিক্ত অর্থ আদায় ও লাইসেন্স না থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা ও মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন৷
সরেজমিনে দেখা যায়, চরফ্যাশন শহরে সরকারি সকল বিধিনিষেধ অমান্য করে, ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার৷ এ সকল ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ রোগীদেরকে জিম্মি করে, বিভিন্ন পরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে অসংখ্য দালালচক্র নিয়োগ দেয়া হয়েছে৷ যাদের কাজ হলো সরকারি হাসপাতাল ও পথে-ঘাটে রোগী দেখলে তাদেরকে ফুসলিয়ে নির্দৃষ্ট সেন্টারে ডাক্তার দেখাতে বা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া৷ এ সকল প্রতিষ্ঠান মধ্যে জনসেবা ডায়াগনস্টিক সেন্টারও একটি৷
ভুক্তভোগী চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান বাজারের সুমা বেগম জানান, তার ৩ বছরের শিশু আফনানকে নিয়ে শিশু বিশেষজ্ঞ সুমিত্রা মজুমদারকে দেখাতে হাসপাতাল রোডস্থ তার চেম্বারে নিয়ে আসেন। চেম্বারে সুমিত্রা মজুমদারকে না পেয়ে বাহিরে আসলে পাশের জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক রুহুল আমিন খান জানতে পেরে শিশু বিশেষ্ণ ডাক্তার আছে বলে সুমা বেগম কে ডেকে আনে৷ সেখানে অবসরপ্রাপ্ত এক ডাক্তার বসিয়ে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়৷ ডাক্তার শিশুটির সিবিসি ও বিডাল দুটি পরীক্ষা দেন। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিজে টেকনোলজিস্ট সেজে সেজে রির্পোট তৈরি করে ৭শত ৫০ টাকার পরীক্ষা ১ হাজার ৮শত টাকা দাবি করেন। এদিকে সুমি তার শাশুড়িকে নিয়ে পাশের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা দু’টির মূল্য যাচাই-বাছাই করলে, এক সেন্টার দুই সেন্টার হতে হতে ঘটনাটি প্রাইভেট ডায়াগনস্টিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিল্লাতে এলাহির কানে পৌঁছে। তিনি কমিটির লোকজন নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ রুহুল আমিনকে অবহতি করেন৷ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা ও মালিকের ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন৷