শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন হরিবাড়ি মন্দিরে প্রতিমার গলা থেকে স্বর্নঅলংকার চুরি৷
চরফ্যাশন হরিবাড়ি মন্দিরে প্রতিমার গলা থেকে স্বর্নঅলংকার চুরি৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড, কলেজ পাড়ায় অবস্থিত শ্রীশ্রী হরিবাড়ি মন্দিরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার (২৮আগষ্ট) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এসময়ে চোরচক্র মন্দিরের প্রতিমার সাথে থাকা স্বর্নলংকার ও দানবক্সের নগদ টাকা নিয়ে যায়। এতে মন্দিরের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
শ্রীশ্রী হরিবাড়ি মন্দিরের পুরোহিত সংকর গাঙ্গলী জানান, শুক্রবার রাতে মন্দিরে কেউ ছিলোনা মন্দিরে প্রতিমা রাখার কক্ষটি তালাবদ্ধ ছিল। তিনি মন্দিরের পাশের ভবনে দ্বিতীয় তলার কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে যেকোন সময় চোরচক্র মন্দিরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রতিমার সাথে থাকা ঠাকুরের স্বর্নের চুড়া, রুপার বাঁশি, প্রতিমার হাতের স্বর্নের একজোড়া রুলি, স্বর্নের তিনটি চেইনসহ প্রতিমার সাথে থাকা স্বর্নের চারটি চোখ ও রুপার অলংকার এবং দানবাক্সে থাকা নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে গেছেন৷ এতে করে মন্দিরের ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
মন্দির কমিটি সুত্রে জানা যায়, ২৯ আগষ্ট শনিবার মন্দির কমিটির সাধারন সম্পাদক সমির চন্দ্র মজুমদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে চরফ্যাসন থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন৷
চরফ্যাশন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, মন্দিরে চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি তদন্ত চলছে। তদন্তস্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।