শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনের মেঘনায় চর রাইয়ান চৌধুরী নামে নতুন চরের নামকরণ
তজুমদ্দিনের মেঘনায় চর রাইয়ান চৌধুরী নামে নতুন চরের নামকরণ
রফিক সাদী।। ভোলার তজুমদ্দিনের বড় মলংচড়া ইউনিয়নের মেঘনায় জেগে উঠা নতুন চর ভোলা-৩ তজুমদ্দিন লালমোহন আসনের সংসদ সদস্যে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পুত্র রাইয়ান চৌধুরী র নামে আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে। বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুন্নবী শিকদার বাবুল জানান, ইউনিয়নের ৮টি ওয়ার্ড ইতিপূর্বে নদী গর্ভে বিলীন হওয়ার পর চরজহিরউদ্দিনের সিডার চর নিয়ে ওয়ার্ড গুলো পুনঃবির্নাস করা হয়েছিল। এবং নদীভাঙ্গা পরিবার গুলোকে পূনর্বাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে আবার ভাঙ্গনের কবলে পড়ে সিডারচর অংশের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেয়ারম্যান আরো জানান, মেঘনার মলংচড়া অং শে বড় আকারে একটি নতুন চর জেগে উঠে। ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে চর রাইয়ান চৌধুরী নামকরণের মাধ্যমে ভূমিহীন অসহায় পরিবার গুলোকে পূনর্বাসনের ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা ভূমি অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয়া হয়েছে।