শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন ব্রাদার্স ফিলিং স্টেশনে ভেজাল জ্বালানি তেল বিক্রি৷
চরফ্যাশন ব্রাদার্স ফিলিং স্টেশনে ভেজাল জ্বালানি তেল বিক্রি৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন, প্রতিনিধ৷৷
ভোলার চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ড, চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়ক সংলগ্ন, মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশনে ক্রুড অয়েল, ন্যাপথা ও পানি জাত দ্রব্য মিশ্রিত ভেজাল অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন বিক্রি করার অভিযোগ এসেছে৷
বৃহস্পতিবার (২৭আগস্ট) চরফ্যাশন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথের ব্যক্তিগত প্রাইভেটকারে, চালক মোহাম্মদ আলী মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন থেকে পেট্রোল ঢুকিয়ে পৌর ভবনে আসে৷ ঠিক তখনই পৌরসভার স্বাস্থ্য শাখার এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পরলে, তাৎক্ষণিক পৌর মেয়র তার প্রাইভেট গাড়িতে করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার নির্দেশ দেন৷ রোগীকে গাড়িতে তুলে চালক আলী গাড়ি স্টার্ট করতে গিয়ে বারবার ব্যর্থ হয়৷ সন্দেহজনকভাবে একটা পাত্রে সদ্য কেনা কিছু পেট্রোল নিয়ে দেখে, পাত্রের উপরের অংশে পেট্রোল আর নীচের এক-তৃতীয়াংশ পানি জাত দ্রব্য৷ এমন দৃশ্য দেখে তখনি পৌর মেয়র মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশনের মালিককে পৌরভবনে ডেকে আনেন৷ ভেজাল পেট্রোল বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে,
সঠিক কোনো সদুত্তর দিতে পারেনি৷ পৌর মেয়র বিভিন্ন ভাবে ভৎসনা দিয়ে মালিকে কে ছেড়ে দেন৷
এদিকে দ্বীপ নিউজ২৪ এর নিকট মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন থেকে ক্রুড অয়েল, ন্যাপথা ও পানি জাত দ্রব্য মিশ্রিত ভেজাল পেট্রোল, ডিজেল ক্রয় করে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়েছেন বলে জানান, ভুক্তভোগী, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মোল্লা, কুকরি মুকরির এইচ এম শাহীন, চরফ্যাশনের আমজাদ জমাদার, রোমান কাজী, মোঃ আলাউদ্দিন, সরোয়ার হোসাইনসহ অসংখ্য ব্যক্তি৷
মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশনের ভেজাল যুক্ত তেল জাত দ্রব্য যানবাহনে ব্যবহার করে ইঞ্জিন বিকল, ফ্লাগ নষ্ট হওয়া, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত এবং ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে, অনতিবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি, আইনানুগ ব্যবস্থা গ্রহণের ও অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করার জোর দাবি জানাচ্ছেন চরফ্যাশন উপজেলার মানুষ৷