বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে স্বামী জেলে৷
চরফ্যাশনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে স্বামী জেলে৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷ ভোলা চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড, কুলসুমবাগ গ্রামের ইসমাইল মাস্টারের ছেলে ঔষধ ব্যবসায়ী মোস্তফা, যৌতুকের দাবিতে তার স্ত্রী কুলসুম বেগমকে মারধর করেছেন৷ স্ত্রীর এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৬আগস্ট) রাত ১০টায় নিজ বাসা থেকে মোস্তফা কে চরফ্যাশন থানা পুলিশ আটক করেছেন৷
কুলসুম বেগম দ্বীপ নিউজ২৪ কে জানান, আমার স্বামী কিছুদিন ধরে আমার বাবার থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে৷ করোনার মধ্যে বাবার ব্যবসা-বাণিজ্য কম হওয়ায় টাকা দিতে পারছে না৷ টাকা না দেয়ার কারনে বুধবার সকালে স্বামী মোস্তফা লাঠি দিয়ে মারধর করে, একপর্যায়ে পা দিয়ে গলা চেপে ধরে। আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে আমাকে উদ্ধার করে৷ বিয়ের পর থেকে কয়েক মাস পর পরই ব্যবসার কথা বলে টাকা আনার চাপ দেয়৷ ইতিপূর্বেও আমাকে অনেকবার মারধর করেছে৷ এ পর্যন্ত আমার স্বামী মোস্তফা কে প্রায় পাঁচ লাখ টাকা ব্যবসার জন্য দেয়া হয়েছে৷ এছাড়াও আমার সকল স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা নিয়েছে৷ এদিকে অভিযুক্ত মোস্তফার পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী কুলসুম বেগম দুই মাস পূর্বে এলাকার বিভিন্ন পুরুষ-মহিলা থেকে, স্বামী মোস্তফা ও নিজের কথা বলে তিন লাখ টাকা হাওলাত এনেছে৷ মোস্তফা এ খবর শুনে, এত টাকা কি করেছে জানতে স্ত্রীকে চাপ প্রয়োগ করে৷ এতদিনেও টাকার কোন সঠিক হিসাব দিতে না পারায় রাগের মাথায় স্ত্রী কুলসুম কে মারধর করেছেন৷ এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, স্ত্রীকে মারধর ও যৌতুকের অভিযোগে মোস্তফা নামের একজনকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) আদালত থেকে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷