শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে শম্ভুপুরে জেলে পুনঃবাসনের দ্বিতীয় কিস্তির চাল বিতরণ
তজুমদ্দিনে শম্ভুপুরে জেলে পুনঃবাসনের দ্বিতীয় কিস্তির চাল বিতরণ
দ্বীপ নিউজ ডেস্ক
সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়নে জেলে পুনঃবাসনের দ্বিতীয় কিস্তির চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। শম্ভুপুর ইউনিয়নে নিবন্ধিত ৬শত ২০জন জেলেকে এপ্রিল-মে দুই মাসের মোট ৮০ কেজি করে জেলে পুনঃবাসনের চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, ইউপি সচিব মেজবাহ্ উদ্দিন স¤্রাট, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেসার উদ্দিনসহ ইউপি সদস্যগণ। এ সময় আগামী ২০ মে থেকে ৩০জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ কাষ্টিসিয়াম ধরার উপর সরকারে নিষেধাজ্ঞা মাইকে সচেতনতার জন্য প্রচার করেন উপজেলা মৎস্য অফিস।
এডমিন# এইচ এল/