শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপকুল » শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমেই আওয়ামিলীগকে হত্যা করতে চেয়েছিল –এমপি শাওন
শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমেই আওয়ামিলীগকে হত্যা করতে চেয়েছিল –এমপি শাওন
স্টাফ রিপোর্টার।।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে আওয়ামিলীগকে হত্যা করতে চেয়েছিল। আগস্ট এলেই খুনিরা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। জঙ্গীবাদীরা এ যাবৎ ২৪ বার শেখ হাসিনাকে হত্যা করার চেস্টা করেছে ।
গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ অনেকে শাহাদাৎ বরণ করেন। আজও অনেকে পঙ্গু হয়ে ঘরে রয়েছেন।
শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে সেচ্ছাসেবক লীগ আহবায়ক মহিউদ্দিন পোদ্দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য মেহেদি হাসান মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব এম নুরুন্নবী, সদস্য চপল রায়, মোঃ সোহেল প্রমুখ।