শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
সোমবার ● ৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে শাশুড়ীর সহযোগীতায় গৃহবধু ধর্ষনের অভিযোগ ॥ থানায় অভিযোগের পাঁচ দিনেও মামলা নেয়নি পুলিশ।
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে শাশুড়ীর সহযোগীতায় গৃহবধু ধর্ষনের অভিযোগ ॥ থানায় অভিযোগের পাঁচ দিনেও মামলা নেয়নি পুলিশ।
১১৪৬ বার পঠিত
সোমবার ● ৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তজুমদ্দিনে শাশুড়ীর সহযোগীতায় গৃহবধু ধর্ষনের অভিযোগ ॥ থানায় অভিযোগের পাঁচ দিনেও মামলা নেয়নি পুলিশ।

---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে শাশুড়ীর সহযোগীতায় রাতের আধাঁরে এক লম্পট কর্তৃক গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ৩১ জুলাই ধর্ষিত ওই নারী বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। উল্টো ধর্ষিতাকে মামলা করার পরামর্শ দেয়ায় চাঁচড়া ইউপির সাবেক মেম্বার মোহাম্মদ উল্যাহ ও তার দুই ছেলে মোঃ সোহেল ও শিবলুর নামে ২৭ জুলাই থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ৯২৫। এক সন্তানের জননী ধর্ষিত ওই গৃহবধু উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়াডের্র প্রতিবন্ধী রিপনের স্ত্রী।
ধর্ষনের শিকার গৃহবধু জানান, “২৫ জুলাই রাত ৮ টার দিকে আমি ঘরে একা ঘুমিয়ে ছিলাম। এ সময় পাশ্ববর্তি এলাকার ফয়েজ উদ্দিন ওরফে ফজলু হঠাৎ ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে ও ধর্ষনের চেষ্টা চালায়। এসময় আমি ডাক চিৎকার করতে চাইলে দ্রুত পালিয়ে যায়। এসময় আমি ডাক চিৎকার করলেও পাশের ঘরে থাকা আমার শাশুড়ি বের হয়নি। পরে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ফজলু পুনঃরায় আমার ঘরে ঢুকে পালিয়ে থাকে। এরপর রাত সাড়ে ৮ টার দিকে আমাকে জোড়পূর্বক ধর্ষন করে। আমি তখন চিৎকার করে আমার শাশুড়িকে ডাকতে থাকলে ফজলু বলে তোর শাশুড়ি আসবে না। এরপর ফজলু ধর্ষন করে চলে যায়। পরে রাতে শাশুড়িকে বিষয়টি জানানোর জন্য বারবার তাকে ডাকলেও সে সাড়া দেয়নি। সকালে তাকে জানালে শাশুড়ি আমাকে পাশের গ্রামের শাহিনের নামে অভিযোগ করার জন্য চাপ দেয়। আমি রাজি না হলে ধর্ষনের সময় আমার পরিহিত ছেড়া জামা-কাপড় শাশুড়ি ঘর থেকে অন্যত্র সড়িয়ে ফেলে। পরে স্থানিয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা থানায় মামলা করার পরামর্শ দেন। এরপর আমি ৩১ জুলাই ধর্ষিত ওই নারী বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ”। ধর্ষিতার মা আমেনা বেগম ঘটনা শুনার পরই মেয়ের কাছে চলে আসেন। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার ২ দিন পর ফজলু তার বাড়িতে এসে বিষয়টি মিমাংসা করার জন্য চেষ্টা করলেও তাতে তারা রাজি হননি। অভিযুক্ত ফজলু জানান, আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র। মোহাম্মদ উল্যাহ ও তার ছেলেরাসহ এসব মিথ্যা ষড়যন্ত্র করছে। আমি তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছি।
নাম গোপন রাখা শর্তে এলাকার একটি সুত্র দাবী করেন, ফজলু মেঘনার জলদস্যু নিহত বাচ্চু বাহিনীর সেকেন্ড ইনকমান্ড হিসেবে কাজ করতেন। সে তজুমদ্দিন থানার বিস্ফোরক আইনের একটি মামলার জামিনপ্রাপ্ত আসামী ও চেক জালিয়াতির মামলায় ৬ মাসের দন্ডভোগ করে ৯লক্ষ টাকা জরিমানা দেয়।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জানান, ধর্ষিতা ও তার স্বজনরা ধর্ষনের বিষয়ে আমার কাছে অভিযোগ করতে আসে। আমি তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দেই। পরে এসআই জসিমকে এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাইলে সে ধর্ষনের বিষয়টি এড়িয়ে যায়।
৩১ জুলাই অভিযোগ পেয়েই এসআই জসিম উদ্দিন খান ঘটনাস্থলে যান। ধর্ষিত নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলেও তদন্তের অযুহাতে এখন পর্যন্ত এঘটনায় মামলা হয়নি। উল্টো ধর্ষিতাকে মামলা করার পরামর্শ দেয়ায় চাঁচড়া ইউপির সাবেক মেম্বার মোহাম্মদ উল্যা ও তার ছেলে মোঃ সোহেল ও শিবলুর নামে ২৭ জুলাই থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ৯২৫। এবিষয়ে এসআই জসিম উদ্দিন খান বলেন, ঘটনাস্থলে গিয়েছি, ধর্ষিতা ধর্ষনের অভিযোগ করেছেন। তবে শশুড়-শাশুড়ি ধর্ষনের ঘটনা অস্বীকার করায় এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।
থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নিবো।





আইন-শৃংখলা এর আরও খবর

তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে” তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে”
চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ চরফ্যাশনে ব্যবসায়ী আলী আজগরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ
চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন ঘর ভাংচুরের অভিযোগ
চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি চরফ্যাসনে নারীসহ ইউপি সদস্য আটক, মুচলেকায় মুক্তি
চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন
চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান চরফ্যাশনে বিভিন্ন বাজারে জাটকা সংরক্ষণ অভিযান

আর্কাইভ