শুক্রবার ● ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে মানবতার সেবা সংগঠনের বস্ত্র বিতরণ।
তজুমদ্দিনে মানবতার সেবা সংগঠনের বস্ত্র বিতরণ।
তজুমদ্দিন প্রতিনিধি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলার তজুমদ্দিনে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন মানবতার সেবা সংগঠন। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে বস্ত্র বিতরন উদ্বোধন করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। মানবতার সেবা সংগঠনের বাছাইকৃত ১৫০ জন অসহায় হতদরিদ্রের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয় ।
এ সময় প্রধান অতিথি ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, বলেন মহামারি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সেবামূলক সংগঠনসহ যে য়ার অবস্থান থেকে এগিয়ে আসলে দেশে কেউ কস্টে থাকবে না।
সংগঠনের সভাপতি মোঃ নকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল নোমান, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান মিশু হাওলাদার, মানবতার সেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাগর দত্ত, শৈশব দেবনাথ প্রমখ।
আর,এস