সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জলবায়ু ফোরামের সুবিধা বঞ্চিত হত-দরিদ্রের তালিকা হস্তান্তর।
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জলবায়ু ফোরামের সুবিধা বঞ্চিত হত-দরিদ্রের তালিকা হস্তান্তর।
তজুমদ্দিন প্রতিনিধি ॥
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-নোমান মহোদয়ের নিকট উপজেলা জলবায়ু ফোরাম ঈদ-উল-আযাহ্ উপলক্ষে ৮০জন হত-দরিদ্রের তালিকা হস্তান্তর করে।এরআগে জলবায়ু ফোরাম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে করোনভাইরাস পরিস্থিতির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং সুবিধাবঞ্চিতের তালিকা প্রস্তুত করে। জলবায়ু ফোরাম সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে সরকারি কোনো স্থায়ী সুবিধাভূগী নয় এমন অসহায় পরিবারের সদস্যদের তালিকা প্রস্তুত করে। যাতে তারা আগামী ঈদ-উল-আযাহ্ তে সরকারি ভিজিএফ সুবিধার আওতায় আসতে পারে।
তালিকা গ্রহণের সময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আল-নোমান জলবায়ু ফোরাম সদস্যদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতার আহবান জানান। তিনি জলবায়ু ফোরাম জনগনকে তাদের বসতভিটায় যাতে একখন্ড জমিও যাতে অনাবাদি না রাখে তাতে উ™ু¢দ্ধ করতে কাজ করার নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তালিকা গ্রহণ করে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আগামীতে জলবায়ু ফোরামের সকল কার্যক্রমে সহায়তার আশ্বাস প্রদান করে।
তালিকা হস্তান্তরের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জলবায়ু ফোরাম সাঃ সম্পাদক, কহিনুর বেগম শীলা, সহ-সভাপতি, মোঃ শাহাবুদ্দিন, সদস্য-মোঃ শামীম, মোঃ ছিদ্দিকুর রহমান এবং সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার, রাজিব ঘোষ।