শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মাহবুব সিকদার
বানারীপাড়ায় করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মাহবুব সিকদার
জাকির হোসেন, বানারীপাড়া থেকে।।
বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে গৃহবন্ধী নিন্ম আয়ের দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বানারীপাড়া বাইশারীর সন্তান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুব হাসান সিকদার। লগডাউনে নিজ এলাকা বানারীপাড়ায় না আসতে পেরে ও তিনি শুক্রবার সকালে তার পক্ষ হতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রাম ও বাইশারী ইউনিয়নে দুই শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার এ মহোতি উদ্যোগে সমাজের অসহায় গৃহবন্ধী ২ শত পরিবার তাদের কিছুটা হলে ও অভাব দূর করতে পেরেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুব হাসান সিকদার বলেন ‘মানুষ মানুষের জন্য’ ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ এ মহান ব্রতি নিয়ে মহামারি করোনার এ দুর্দিনে বি এন পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিজ এলাকা বানারীপাড়ার বাইশারী ও লবনসাড়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেছি। পাশাপাশি যদি সমাজের বিত্তবানরা অসহায় মানুষদের পাশর দাড়ায় তাহলে মহামারী করোনা ভাইরাসে অসহায়দের খাদ্যের সমস্যা হবে না। তাই তিনি বিত্তবানদের সবার পাশে দাড়াতে আহবান জানান। সাবেক এ ছাত্রনেতা আমৃত্যু এলাকার অসহায় মানুষের পাশে থাকারও প্রত্যয়ও ব্যক্ত করেন।