রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে-এমপি শাওন
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে-এমপি শাওন
এম নূরুন্নবী:
ভোলার লালমোহনে গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল ৯ ইউনিয়নের কর্মরত ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিতরণ করা হয়।
১২ জুলাই ২০২০ রোববার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে সাইকেল বিতরন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) এর সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বর্তমান সরকারের সুশাসন প্রতিষ্ঠায় একেবারে তৃণমূল পর্যায়ে আইন শৃংখলা পরিস্থিতি উন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম পুলিশ। গ্রামীণ জনপদ শান্তির জনপদ ও নিরাপত্তায় অনন্য ভুমিকা পালন করছে গ্রাম পুলিশ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। আগে মাত্র মাত্র এক হাজার ছয় শত টাকার মাসিক বেতন পেত গ্রাম পুলিশের সদস্যরা।
এমপি শাওন আরো বলেন- গ্রাম পুলিশের সদস্যবৃন্দ গ্রামীণ জনপদের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় তথ্যের সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমান সরকার দুই দফায় বেতন বাড়িয়ে আট হাজারেরও অধিক করেছে। ভবিষ্যতে তাদের সুযোগ সুবিধার পরিধি আরও বাড়বে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।