বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু
ভোলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু
অচিন্ত্য মজুমদার:
ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে সাপের কামড়ে প্রিয়সী রানী দাস (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত প্রিয়সী একই এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র দাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে প্রিয়সী রান্না ঘরে কাজ করছিলো এসময় কিছু একটা প্রাণী তাকে আঘাত করলে তিনি পরিবারের সদস্যদের জানান। এসময় পরিবারের সদস্যরা ওঁঝা ডেকে আনলে বিকেল পর্যন্ত ঝাড় ফোঁকড় ও ডোর বেঁধে চিকিৎসা দিয়ে এটি সাপের কামড় নয় জানিয়ে চলে যায়। এর পর রাতে প্রিয়সীর বমি শুরু হলে তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পর স্থানীয়রা রান্না ঘরে তল্লাসী চলিয়ে একটি বিষধর সাপ দেখতে পায়। এসময় তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
আজ বৃহস্পতিবার সকালে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: শোভন বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুত্র: বাংলার কণ্ঠ