বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » উপকুল » দীর্ঘ ৭ বছর পর ভোলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
দীর্ঘ ৭ বছর পর ভোলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
অচিন্ত্য মজুমদার, ভোলা থেকে:
গৌরাঙ্গ চন্দ্র দে সভাপতি, অসীম কুমার সাহাকে সাধারণ সম্পাাদক ও প্রণয় কুমার সাহাকে সাংগঠনিক সম্পাাদক করে দীর্ঘ ৭ বছর পর ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, শিবু কর্মকার, বিকাশ মজুমদার, সমীর দাস, এডভোকেট জয়ন্ত বিশ্বাস ও মনরঞ্জন চন্দ্র জয়হিন্দ্র। পাশাপাশি যুগ্ন সাধারণ সম্পাাদক পদে রয়েছেন রবিশ্বর হাওলাদার, কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু ও বিশ্বজিৎ গুহ।
এছাড়া কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকার, দপ্তর সম্পাাদক রতেœশ্বর হাওলাদার, প্রচার সম্পাাদক কমল বৈদ্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাাদক অতনু করনজাই, শিক্ষা ও গবেষণা সম্পাাদক রামকৃষ্ণ বনিক দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাাদক মৃদুল চন্দ্র দে, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাাদক অমিতাভ রায় অপু।
এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৩০ আগস্ট দ্বিতীয় বারের মতো অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র দে কে সাধারণ সম্পাাদক করে দুই বছরের জন্য ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১৫ সালে ওই কমিটির মেয়াদ শেষে হলেও গত পাঁচ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিলো।
এদিকে অনুমোদন পাওয়ায় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নতুন কমিটির পক্ষ থেকে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীকে প্রাণঢালা অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।