বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » বিবিধ » লালমোহনে ৬ কেজি গাঁজাসহ মহিলা আটক
লালমোহনে ৬ কেজি গাঁজাসহ মহিলা আটক
হাসান পিন্টু:
ভোলার লালমোহনে ৬ কেজি গাঁজাসহ বিবি কুলসুম (৫৫) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিবি কুলসুম তজুমদ্দিন উপজেলার কোড়ালমারা এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি মীর খায়রুল কবীরের নেতৃত্বে এসআই শওকত জামিল ও আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ ওই মহিলাকে আটক করেন। এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, সংবাদ পেয়ে বিবি কুলসুমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।