মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » মনপুরায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরন
মনপুরায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরন
মোঃ আল মামুন, মনপুরা প্রতিনিধি ।।
মনপুরায় গো-খামারীদের মাঝে গো-খাদ্য বিতরন করেন উপজেলা প্রশাসন । প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ত্রান মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলার ১২জন গো খামারীর মধ্যে এই গো-খাদ্য বিতরন করা হয়েছ।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে এই গো-খাদ্য বিতরন করা হয়েছে।
গৌ-খাদ্য বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, প্রানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ মোহাইমিনুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা মোঃ লোকমান মিয়া।
প্রতিজন খামারী ত্রানসহায়তা বাবদ ৫৫ কেজির ১ বস্তা গো-খাদ্য পেয়েছেন।
আর,এস