সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » মনপুরার কেওড়া বনে জ্বালানি সংগ্রহে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মনপুরার কেওড়া বনে জ্বালানি সংগ্রহে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মনপুরা প্রতিনিধি \
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় কেওড়া বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে আঃ লতিফ সৈয়াল (৭৫) নামে এক বৃদ্ধ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে রবিবার দিবাগত রাতের কোন এক সময় তিনি মারা যেতে পারেন বলে ধারনা করছেন স্থানীয়রা।
স্থানীয় ও তার পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। তিনি গতকাল বিকাল ৫ টার দিকে কেওড়া বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে রাতে আর বাসায় ফিরেননি। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে আজ তাকে কেওড়া বন থেকে ৭০ গজ দূরে মৃত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল কে জানালে তিনি সাথে সাথে মনপুরা থানা প্রশাসন কে অবগত করেন। পরে মনপুরা থানা পুলিশ এসে আঃ লতিফ সৈয়ালকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন এই প্রতিবেদককে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আর,এস