শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
দ্বীপ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চরফ্যাসন পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেন মিন্টুর ছেলে মো. আফসার উদ্দিন রাসেল (৩২) ও ৩ নং ওয়ার্ডের আহম্মদ উল্যাহর ছেলে মো. হাফিজ (৩৫)। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই ইউসুফ, এএসআই হাসান, জহির ও মাহাবুব সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, আটক দুই ব্যক্তি বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকা থেকে ইয়াবা নিয়ে মটরসাইকেল যোগে চরফ্যাসন যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক এই দুই ব্যক্তির বিরুদ্ধে লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।