বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু
চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু
দ্বীপ নিউজ ডেস্ক :
চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাহামুদা (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার(২৬এপ্রিল) সকালে উপজেলা আমিনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিমাবাদ গ্রামে তার মৃত্যু হয়। মৃত ঐ মহিলা উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিমাবাদ গ্রামের সুলতান আহম্মেদের স্ত্রী। চরফ্যাসশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, ঐ নারী জ্বও, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার সকালে চরফ্যাশন শহরে ডাক্তার হাসান মাহামুদের কাছে আসেন। এ সময় ডাক্তার তাকে কয়েকটি পরীক্ষা নিরীক্ষ দিলে তার করিয়ে বাড়ি ফেরার পর সে মৃত্যু বরণ করেন। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষার জন্য পাঠানো হবে
খোঁজ নিয়ে জানা যায়, ঐ নারীর স্বামী কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গত চার/পাঁচ দিন ধরে ঐ নারী জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য উপজেলা শহরে যান। ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, সব ধরনের নিয়ম মেনেই তাঁর লাশ দাফন করা হবে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশন কমিটির সদস্যরা মৃত নারীর জানাযা, দাফন, কাফন সম্পন্ন করেন। জানাজায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন ও সহকারী কমিশনার(এসিল্যান্ট) মো. শাহীন মাহমুদ ওসি সামছুল আরেফিন। এদিকে করোনা উপসর্গ নিয়ে ঐ নারীর মৃত্যুর কারণে ওই বাড়িটি লগডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।