শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Dip News24.com
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » খেলা » ফুটবলারদের করোনা টেস্ট করাবে বাফুফে
প্রথম পাতা » খেলা » ফুটবলারদের করোনা টেস্ট করাবে বাফুফে
২৫৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটবলারদের করোনা টেস্ট করাবে বাফুফে

দ্বীপ নিউজ ডেস্কঃ

---

দুই বছরের জন্য বাফুফের সঙ্গে জেমি ডের চুক্তি নবায়ন হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ২০২২ সাল পর্যন্ত জামাল ভূঁইয়াদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ইংলিশ কোচের কাঁধে। এখন শিষ্যদের নিয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন জেমি ডে। তবে করোনা ভাইরাসের কারণে দ্রুত মাঠে নেমে অনুশীলন করা সম্ভব নয়। তাই করোনা পরিস্থিতি বিবেচনা করে আগস্টের শুরু থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চায় বাফুফে । এর আগে স্বাস্থ্যবিধি মেনে ফুটবলারদের করোনাপরীক্ষা ও দুই সপ্তাহ আলাদা (আইসোলেশন) রাখা হবে। এর পরেই মিলবে দলীয় অনুশীলনের ছাড়পত্র।

বুধবার (১৭ জুন) সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের যে চারটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সেগুলো সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে, কিভাবে হবে- এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এ সভায়।স্বাস্থঝূঁকির কথা ভেবেই ক্যাম্পে ডাকা হচ্ছে বেশিসংখ্যক খেলোয়াড়। আজ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগস্টের শুরুতে প্রাথমিক ভাবে ৪৪ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকতে চাই। ঢাকা বা ঢাকার বাইরে সুবিধাজনক পরিবেশে ক্যাম্প করানোর জন্য জায়গা খোঁজা হচ্ছে। ক্যাম্পের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে করোনাপরীক্ষা করানোর পর দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পর শুরু হবে দলীয় অনুশীলন।’

কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের চুক্তি শুরু হবে ১৬ আগস্ট থেকে। তিনি আগস্টের মাঝামাঝিতেই আসবেন। এ বিষয়ে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘কোচ আসলে তাকেও এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। আগস্টে আমাদের ক্যাম্প শুরু হয়ে যাবে।’

জেমি ডের প্রস্তাব ছিল জামাল ভূঁইয়াদের নিয়ে দেশের বাইরে কোথাও ক্যাম্প করার। কিন্তু কাজী নাবিল বলেছেন, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে ওই সময়ের সার্বিক অবস্থার ওপর। আমরা কোন দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।’





আর্কাইভ